![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F13%2Fbarishal-corona.jpg%3Fitok%3DFHbgwtEi)
বরিশালে একদিনের ব্যবধানে দ্বিগুণের বেশি করোনা শনাক্ত
বরিশাল জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি শনাক্ত করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত করা হয়েছে ৪৯২ জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে নয়জন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছে ৪৮১ জন। আগের দিন ২২১ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। সব মিলিয়ে জেলায় মোট ১০ হাজার ১০৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।