বেনাপোল বন্দরে বসছে ৩৭৫ সিসি ক্যামেরা
দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তায় বসছে সিসি ক্যামেরা। ব্যবসায়ীদের দাবির মুখে বন্দরে আমদানি পণ্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ১৫ কোটি টাকা ব্যয়ে পুরো বন্দর এলাকায় বসানো হবে ৩৭৫টি সিসি ক্যামেরা। তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
বন্দর কর্তৃপক্ষ বলছে, সিসি ক্যামেরা যেমন বন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি পণ্য আমদানি থেকে শুরু করে খালাস পর্যন্ত বাণিজ্য কার্যক্রম পুরোটা বন্দরের নজরদারিতে থাকবে।