![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/07/12/og/113131_bangladesh_pratidin_corona-bdp-1.jpg)
ঝিনাইদহে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৯০
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে জেলায় নতুন করে আরও ৯০ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৪৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৫০ জনে।