You have reached your daily news limit

Please log in to continue


লকডাউনে কষ্টে বাসকর্মীরা: ‘গাড়ি বন্ধ হলে আমাদের সব বন্ধ হয়ে যায়’

রাজধানী ঢাকার চিড়িয়াখানা থেকে মতিঝিলগামী নিউ ভিশন পরিবহনের চালক আবু হানিফ ১৬ বছর ধরে আছেন এই পেশায়। চিড়িয়াখানার পাশে মুক্তিযোদ্ধা আবাসিক এলাকায় ছয় হাজার টাকা বাসা ভাড়া দিয়ে ছেলে-মেয়ে-বাবা-মাসহ পরিবারের ছয় সদস্য নিয়ে থাকেন।

করোনাভাইরাস মহামারীর অতি বিস্তার ঠেকাতে গত ১ জুলাইয়ের কঠোর লকডাউনের পর থেকে এক পয়সাও রোজগার হয়নি হানিফের। তিনি বলেন, “অনেক কষ্টেই কোনো রকম দিন যাচ্ছে। গাড়ি বন্ধ হয়ে গেলে আমাদের সবকিছু বন্ধ হয়ে যায়। একজনের আয়ের ওপর সবার খরচ নির্ভর।

“আগে মাঝেমধ্যে মাছ মাংস খেতাম, এখন শাক সবজির বাইরে ভালো কিছু খেতে পারি না। কোনো রকম জীবন চলতেছে। কারও কাছে টাকা পয়সাও ধার পাই না। কীভাবে যে দিন চলে, সেটা আপনাকে বলে বোঝাতে পারব না।“

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন