অবৈধ যাতায়াত ঠেকাতে বেনাপোলে কাস্টমসে বসল ফিঙ্গার প্রিন্ট

জাগো নিউজ ২৪ বেনাপোল কাস্টম অফিস প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১৪:৫২

অবৈধ যাতায়াত রুখতে বেনাপোল কাস্টমস হাউসের প্রবেশ দ্বারে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম চালু করেছে কর্তৃপক্ষ। রোববার (১১ জুলাই) সকাল থেকে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কাস্টমস হাউসে প্রবেশ করতে দেখা যায়।


সরেজমিনে দেখা যায়, বেনাপোল কাস্টমস গেটের প্রবেশদ্বারে রয়েছে দুটি ফিঙ্গার মেশিন। একটি সিঅ্যান্ডএফ মালিকদের, অন্যটি কর্মচারীদের জন্য। যা স্পর্শ করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। যাদের ফিঙ্গার প্রিন্ট কাস্টমসে এন্ট্রি করা আছে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছেন।


বেনাপোল কাস্টমস ব্যবহারকারী সিঅ্যান্ডএফের ৮০০ মালিক ও ৪ হাজার কর্মচারীদের মধ্যে মাত্র ১ হাজার ৫৩০ জন এন্ট্রি করতে পেরেছেন। চলমান কঠোর বিধিনিষেধের ফলে বেনাপোলের বাইরের কেউ আসতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকিরা এসে ফিঙ্গার প্রিন্ট করে নিতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও