![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Feuro-20210711132636.jpg)
ইংল্যান্ডের প্রথম নাকি ৫৩ বছর পর ইতালি?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১৩:২৬
কোপা আমেরিকার ফায়সালা শেষ। এবার ফায়সালা হবে ইউরোর। ১১টি শহর আর ২৪টি দেশ ঘুরে এখন ইউরো এসে দাঁড়িয়েছে একেবারে শেষ প্রান্তে। বাকি আছে দুটি দেশ। শেষ লড়াই হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। শিরোপার জন্য লড়বে ইংল্যান্ড এবং ইতালি।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফাইনাল
- ইউরো কাপ ফুটবল
- ইতালি-ইংল্যান্ড