![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F04%252F07%252Fbead157cb7f67400626ab0f34bd1d805-5e8caa2b72c37.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
সব সরকারি অফিসের কাজ ভার্চ্যুয়ালি করার নির্দেশ
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ রোববার সব সচিবের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।