অধিকার সচেতন হোক সর্বস্তরের মানুষ
পৃথিবীতে এখন সাড়ে সাতশ কোটির বেশি মানুষের বসবাস। ক্রমে এ সংখ্যা বাড়ছে। বিশ্বের কিছু দেশ ইতোমধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে, কিছু দেশ মাঝপথে রয়েছে; আর কিছু দেশ এখনও জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণেই আনতে পারেনি। এ ক্ষেত্রে অনেকাংশেই সফল বাংলাদেশ। বাংলাদেশে একদিকে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, অন্যদিকে গড় আয়ু বেড়েছে। এই ফলাফল এসেছে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক উন্নয়নের কারণে। কিন্তু কভিড পরিস্থিতি বাংলাদেশসহ গোটা বিশ্বকে এক অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।