কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'জতুগৃহ' বানিয়ে নাম দিয়েছি 'কারখানা'

সমকাল প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১০:০১

পৌরাণিক কাহিনিমতে জতু (লাক্ষা) নির্মিত একটি বিশেষ ঘর। মহাভারতে জতুগৃহ বলতে বোঝায় সেই গৃহ, যেখানে পঞ্চপাণ্ডব, কুন্তীকে দগ্ধ করার জন্য দুর্যোধন এবং তার পক্ষাবলম্বীদের ঘি ও অন্য দাহ্য পদার্থ দিয়ে তৈরি করা গৃহ। 'জতুগৃহ' নামে খ্যাতিমান সাহিত্যিক সুবোধ ঘোষের একটি বিখ্যাত উপন্যাসও রয়েছে। এ উপন্যাস অবলম্বনে ওপার বাংলায় একাধিক চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সবখানে ফুটে উঠেছে জতুগৃহের ভয়াবহতা। কিন্তু আমাদের রক্তস্নাত এই বাংলাদেশে শিল্পপাড়া, বস্তি, মানুষের বসবাসের বড় বড় ক্ষেত্রে এমন জতুগৃহের অভাব নেই। একেকটি মর্মন্তুদ ঘটনা আমাদের মুদিত চোখ খুলে দিলেও তা আবার মিইয়ে পড়ে। যদি তা-ই না হতো, তাহলে অবহেলা, লোভ, দায়িত্বহীনতা, হীনস্বার্থ কিংবা স্বেচ্ছাচারিতার বলি হয়ে চলত না জীবন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও