দেশের বাণিজ্যিক ধারার চলচ্চিত্র মৃতপ্রায়। আর্ট ও বাণিজ্যিক মিশেলে কোনো কোনো নির্মাতা যেসব চিত্র বানান তা শেষ পর্যন্ত দেখার যোগ্য থাকে কমই। অথবা দেখার পরে আপনি ঠাওর করতে পারবেন না, ঠিক কী দেখলেন। মাঝির ছেলে ব্যারিস্টার, স্বামী কেন আসামী বা নাগ-নাগিনীর প্রেমজনিত '৮০ বা ৯০-এর দশকের সিনেমা থেকে এখনও তেমন বের হতে পারেনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। অন্তত গত ১০ বছরে দেশের সিনেমার জন্য তৈরি হননি তেমন কোনো নায়ক-নায়িকা বা অভিনেতা-অভিনেত্রী বা বলার মতো চরিত্র! সর্বশেষ মৌসুমী, শাবনূর বা পূর্ণিমা পর্যন্ত দর্শকরা মনে হয় হলে গিয়ে ছবি দেখেছেন। এর পর আর কতজন যান কিনা বা হলে গিয়ে দেখার মতো তেমন ছবি বানানো হয়েছে কিনা, তা নিয়েই অনেক প্রশ্ন তৈরি হবে। আবার কেউ কেউ দেদার টেলিভিশনে সিনেমা মুক্তি দিয়ে সর্বনাশের বীজ বুনছেন।
You have reached your daily news limit
Please log in to continue
রেহানা মরিয়ম নূর: না দেখেই সমালোচনা!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন