![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/May/1619866771_sachin-tendulkar-was-hospitalised-on-april-2-as-a-precautionary-measure-after-testing-positive-for-the-dreaded-virus-on-march-27.jpg)
মাঠ ছেড়ে এবার রান্নাঘরে, নিজের খাবার নিজেই বানালেন সচিন, দেখুন ভিডিয়ো
অন্য রূপে দেখা গেল সচিন তেন্ডুলকরকে। মাঠে ক্রিকেট ব্যাট হাতে একসময় দাপট দেখিয়েছেন। এবার রান্নার কৌশলও দেখালেন মাস্টার ব্লাস্টার। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সচিন। সেখানে তাঁকে কোনও একটি খাবার তৈরি করতে দেখা গিয়েছে। কী খাবার, বা কী দিয়ে রান্না করছেন সেটা অবশ্য বোঝা যায়নি। সচিন নিজেও সেটা বলেননি।
কিন্তু রান্না করার সময়েও তাঁর মনপ্রাণ জুড়ে ক্রিকেট। ভিডিয়োয় বলেছেন, ‘সবার জন্য একটা চমক অপেক্ষা করছে। কেউ জানে না যে আমি কী রান্না করছি। আমি নিজেও জানি না। তাই চিন্তার কোনও কারণ নেই’।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ২ মাস আগে
সমকাল
| ভারত
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৬ মাস আগে