![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Jul/09/1625820662249.jpg&width=600&height=315&top=271)
এখন আর আমি চলতে পারি না: কাঙ্গালিনী সুফিয়া
এখন আর আমি হাটবার পারি না সেরম, পায়ে বল পায় না, চলতে পারি না ওষুধপাতি নাই। হঠাৎ বৃষ্টির পানিতে ঠাণ্ডা লেগেছে। কাশতে কাশতে মরে যায়। এভাবেই কথাগুলো বলছিলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোক সঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।