কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যশোর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, মেঝেতেও চিকিৎসা

জাগো নিউজ ২৪ যশোর মেডিকেল কলেজ প্রকাশিত: ০৮ জুলাই ২০২১, ১৪:৫৭

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেশি। ফলে মেঝেতেও চিকিৎসা দেয়া হচ্ছে। মেঝে পরিপূর্ণ হয়ে গেলে বারান্দা বা বাইরেও রোগীদের অবস্থান করতে হচ্ছে। আর এই বাড়তি রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।


বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহমেদ জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৩৫ জন রোগী ভর্তি আছেন। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় যশোর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও