![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmobile-banking-20210708061404.jpg)
মোবাইল ব্যাংকিংয়ে দিনে ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুলাই ২০২১, ০৬:১৪
শহর থেকে গ্রাম পর্যায়ে দিন দিন সমান জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মাধ্যমটি। তা ছাড়া করোনায় গ্রাহকের ব্যাপক আগ্রহ বেড়েছে মোবাইল ব্যাংকিংয়ে। মূলত করোনা সংক্রমণ এড়াতে তারা আর্থিক লেনদেনে বিকাশ, রকেট, নগদের মতো এসব প্রযুক্তিভিত্তিক সেবাকে বেচে নিচ্ছেন।