You have reached your daily news limit

Please log in to continue


মৃত চিকিৎসক ও অন্যান্য বদলি নিয়ে ডাক্তার মহলে হৈচৈ

বাংলাদেশে করোনাভাইরাস মহামারি মোকাবেলা করার যুক্তি দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বারশো'র বেশি চিকিৎসককে বদলির যে আদেশ দিয়েছিল, সেটাকে ঐ মন্ত্রণালয়ের বিশৃঙ্খলা এবং অযোগ্যতার দলিল হিসাবে বর্ননা করেছে চিকিৎসকদের প্রধান সংগঠন বিএমএ।

সংগঠনটির নেতারা বলেছেন, সরকারি ঐ আদেশে মৃত চিকিৎসককে বদলি করা সহ নানা অসংগতি তাদেরকে হতবাক করেছে।

"এই আদেশ হযবরল। মন্ত্রণালয় যে অস্থির এবং তাদের যে বেহালদশা, এই আদেশের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে" বলেন বিএমএ মহাসচিব।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ'বিষয়ে আলোচনা করতে অস্বীকার করলেও, আদেশে অসংগতিগুলো সংশোধন করার কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ কর হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন