![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/07/07/image-257954-1625660737.jpg)
রাতের আঁধারে ছড়াতে ময়লা ফেলে রাখা হয়
সিলেট নগরীর দর্শনদেউড়ি ব্রিজ সংলগ্ন মালনীছড়াতে ময়লার স্তুপে স্বাভাবিক ভাবে পানি নিষ্কাষনে বাধার সৃষ্টি হচ্ছে। ঐ ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত মালনীছড়ায় দীর্ঘদিন থেকে জমে থাকা ময়লার স্তুপ সরাতে নেই কর্তৃপক্ষের কোন উদ্যোগ না থাকায় এলাকাবাসী হতাশ ও ক্ষুব্ধ।