বিধানসভায় রাজ্য বাজেট (West Bengal Budget 2021-22) পেশ হতেই সমালোচনায় মুখর হল BJP। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিধায়ক অশোক লাহিড়ী বাজেটের কড়া সমালোচনা করেন। রাজ্যের নিকাশী ব্যবস্থা নিয়ে তীব্র কটাক্ষ শোনা যায় শুভেন্দুর গলায়। বিরোধী দলনেতা বলেন, 'কলকাতা লন্ডন হয়নি। বৃষ্টি হলেই জল জমে যায়। আর জল জমে গেলেই নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা বেরিয়ে পড়ে।' একই সুরে মন্তব্য করেন অশোক লাহিড়ীও। তাঁর বক্তব্য, 'এই সরকার ত্রাণের সরকার। আমফান হলে, বর্যা হলে জল যন্ত্রণা শুরু হয়। আর দুয়ারে ত্রাণ নিয়ে সরকার পৌঁছে যায়। কিন্তু, বাংলার মানুষ পরিত্রাণ চায়।'
You have reached your daily news limit
Please log in to continue
বৃষ্টি হলেই জল জমে, কলকাতা লন্ডন হয়নি: শুভেন্দু অধিকারী
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন