![](https://media.priyo.com/img/500x/https://www.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_2/public/feature/images/a_h_m_mustafa_kamal_hfm.jpg?itok=xaHPS9Ut)
বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো থেকে কার্বন নিঃসরণ প্রায় শূন্য: অর্থমন্ত্রী
রামপালসহ বাংলাদেশে যে স্বল্প কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে তার মাধ্যমে কার্বন নিঃসরণের হার বলতে গেলে শূন্য বলে মন্তব্য করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার পরিবেশ বিষয়ক এক আন্তর্জাতিক সন্মেলনের আগে ভার্চুয়াল সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, ‘অন্যরা ধারাবাহিকভাবে করে যাবে আর আমরা কিছুই করবো না তা হয় না।’
সাংবাদিকদের প্রশ্ন ছিল সরকার আটটি কয়লাভিত্তিক প্রকল্প তাদের মাস্টার প্লান থেকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্ত আগে নিলে হয়তো সুন্দরবনের কাছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হতো না। তাহলে সরকারের পরিকল্পনায় কি দূরদর্শীতার অভাব ছিল?
জবাবে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল না।