ঢলের পানিতে বন্দিজীবন

প্রথম আলো হালুয়াঘাট প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ১১:৩৪

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কয়েকটি ইউনিয়ন থেকে দ্রুত পানি নেমে গেছে। কিন্তু ওই পানিতে ভাটিতে থাকা নড়াইল ইউনিয়নের ছয় গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।


জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অবিরাম বৃষ্টি ও উজানের পানি ভাটিতে নেমে গত রোববার থেকে নিম্নাঞ্চলের নড়াইল ইউনিয়নের পূর্ব নড়াইল, খড়মা, শিবধরা, গোপিনগর, কাউলিয়াজাম, বটগাছিয়াকান্দা গ্রামে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া ওই ছয় গ্রামের তিনটি কাঁচা রাস্তা পানিতে ডুবে গেছে। গোপিনগর থেকে মেগিকান্দা যাতায়াতের সড়কের সোবান মেম্বারের বাড়ি পাশে একটি সেতু ভেঙে দেবে গেছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও