রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
সকাল থেকেই আকাশের মুখভার। মেঘের আড়ালে মুখ ঢেকেছে সূর্য। আজ রাজ্যের (Westbengal) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সপ্তাহব্যাপী রাজ্যে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি (Rain) হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।