রাজধানীতে ৬ দিনে ৮৫ লাখ টাকা জরিমানা
নভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ। বিধি-নিষেধ প্রতিপালনে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। এছাড়া শুরু থেকে সক্রিয়ভাবে চলছে ভ্রম্যমাণ আদালতের কার্যক্রম। আজ বিধি-নিষেধের ষষ্ঠ দিন। এ ছয় দিনে বিধি-নিষেধ অমান্য করায় মোট ৮৫ লাখ ১০ হাজার ৪০৫ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশ।
আজ মঙ্গলবার (৬ জুলাই) অপ্রয়োজনে বাইরে থাকায় ৪৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে ৩০৫ জনকে ২ লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ ১০৮৭ টি পরিবহনের চালককে ২৫ লাখ ২৯ হাজার ২৫ টাকা জরিমানা করেছে। এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।