প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে পুরসভা অভিযানে (BJP KMC Protest Rally) নেমেছিল রাজ্য BJP। চারিদিক থেকে মিছিল করে মধ্য কলকাতায় জমায়েত করে এবং পরবর্তীতে রুট বদলে পুলিশকে বিভ্রান্ত করারও প্রয়াস নিয়েছিল নেতৃত্ব। পথে রনংদেহী মেজাজে দেখা গিয়েছিল দিলীপ ঘোষ (Dilip Ghosh), জয়প্রকাশ মজুমদার, রাহুল সিনহা, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পল সহ সমস্ত শীর্ষস্থানীয় নেতাদের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে তাঁদের মধ্যে গ্রেফতারও হন অনেকে। তবে, এত সবের মধ্যেও কোথাও দেখা মেলেনি BJP-র বর্তমান 'ব্লু আইড বয়' শুভেন্দু অধিকারীকে। তিনি কেন এলেন না পুর-অভিযানে? এই নিয়ে তুঙ্গে ছিল জল্পনা। মঙ্গলবার সেই প্রশ্নেরই জবাব দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
You have reached your daily news limit
Please log in to continue
BJP-র পুরসভা অভিযানে কেন অনুপস্থিত শুভেন্দু? জবাব দিলেন দিলীপ ঘোষ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন