করোনাভাইরাস: ‘ডেল্টা ধরনের’ বিরুদ্ধে কোন টিকা কতটা কার্যকর?
ফিনান্সিয়াল এক্সপ্রেস
প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ১০:৩৪
পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করেছে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ‘ডেল্টা’। ভাইরাসের এ ধরনটির বিরুদ্ধে কোন টিকা কতটা কার্যকর তা জানার চেষ্টায় চলছে নানা পরীক্ষা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতের নাজুক অবস্থার জন্য করোনাভাইরাসের এ ভ্যারিয়েন্টটিকে (বি.১.৬১৭.২) দায়ী করা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ধরনটিকে ‘বিশ্বের জন্য উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছিল। সেই শঙ্কা সত্যি প্রমাণ করে ইতোমধ্যে শতাধিক দেশে ছড়িয়েছে পড়েছে এ ধরন।