বৃষ্টি বাঁচাল শ্রীলঙ্কাকে
স্বাগতিক ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজেও একই ফল পেতে যাচ্ছিল তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচেও হারতে যাচ্ছিল তারা। তবে লঙ্কানদের বাঁচিয়ে দিল বৃষ্টি।
রোববার ব্রিস্টলে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে টম কারানের বোলিং তোপে ১৬৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এরপর ভারী বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামাই হয়নি ইংল্যান্ডের, খেলতে পারেনি একটি বলও। ফলে বিশ্বকাপ সুপার লিগের শেষ ম্যাচের ১০ পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।