![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Feb/1612518818_kapil-dev-farmer.jpg)
কোহলী, শাস্ত্রীর ওপর ক্ষিপ্ত কপিল: ময়াঙ্ক, রাহুলদের অপমান করা হয়েছে
শুভমন গিলের চোট ভারতীয় টেস্ট দলে ফেরার সুযোগ এনে দিতে পারে পৃথ্বী শ-কে। তবে প্রাথমিক দলে না থাকা এমন কাউকে ডাকার প্রবল বিরোধী কপিল দেব। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে দলে থাকা ক্রিকেটারদের কাছে এটা অপমান।
পায়ের হাড়ে চোট পান শুভমন। তার পর থেকেই শোনা যাচ্ছে শ্রীলঙ্কা সফরে যাওয়া পৃথ্বী শ-কে ডেকে পাঠাতে পারেন বিরাট কোহলীরা। ভারতীয় দলে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল এবং লোকেশ রাহুল। রাহুল টেস্টে সেই ভাবে ওপেন না করলেও একদিনের ক্রিকেটে করেছেন। রিজার্ভ দলে রয়েছেন বাংলার অভিমন্যু ইশ্বরনও। এমন পরিস্থিতিতে আরও এক জন ওপেনারকে ডেকে পাঠানোতেই আপত্তি কপিলের।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ২ মাস আগে
সমকাল
| ভারত
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৬ মাস আগে