চতুর্থ দিনে রাস্তায় গাড়ি-মানুষ-রিকশা কিছুটা বেড়েছে
সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে চাকরি করেন মো. লুৎফর রহমান। আজ রোববার সকাল নয়টার দিকে রাজধানীর কাজীপাড়া বাসস্ট্যান্ডে তিনি অপেক্ষা করছিলেন অফিসের গাড়ির জন্য।
ওই সময়ই অফিসের গাড়ি ধরতে বেশ দ্রুত হেঁটে যাচ্ছিলেন মো. আতিকুর রহমান। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে অল্প দূরে তাঁর অফিসের গাড়ি দাঁড়িয়ে ছিল, সেটা ধরতেই তিনি একটু দ্রুত হাঁটছিলেন।
কেবল এই দুজন নন, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকারের কঠোর লকডাউনের চতুর্থ দিনের সকালে রাস্তাঘাটে মানুষ ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। আজ সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যক্তিগত গাড়ি ও রিকশার কিছুটা বাড়তি চলাচলের চিত্র দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি চালিয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১ বছর আগে