![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/94b331c5-3829-44e2-9cef-b7101a4e21c2_w1200_r1.jpg)
উত্তর কোরিয়ায় ভাইরাস সংক্রমণের ব্যাপারে সরকারের উদাসীনতা
উত্তর কোরিয়া, এক সময়ে দেশটিকে কভিড-১৯ মুক্ত দেশ বলে দাবি করতো, তবে এখন তারা নিয়মিতভাবে ভয়াবহ মহামারী সম্পর্কিত সঙ্কটের কথা স্বীকার করে থাকেI উত্তর কোরীয় নেতা, কিম জং উন সম্প্রতি দেশে খাদ্য সঙ্কটের কথাও স্বীকার করেছেন, যাকে তিনি ১৯৯০ সালের ভয়ংকর দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেছেনI