![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F07%2F03%2Fa932bbe5116daedbeb08d8f65add8d1f-60e06fd0ef895.jpg%3Fjadewits_media_id%3D734605)
টিকার নিবন্ধন নিয়ে ভোগান্তির শেষ নেই প্রবাসীদের
কয়েকদফা ঘোষণা দিয়েও প্রবাসীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার শুরু হয়নি। ঘোষণা দিয়ে প্রতিবারই হোঁচট খেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিবন্ধন ও টিকা প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থার সহযোগিতা ও সমন্বয় না থাকায় অসহায় অবস্থায় পড়েছে প্রবাসী মন্ত্রণালয়।
অন্যদিকে টিকার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী মন্ত্রণালয়, সিভিল সার্জন কার্যালয় ঘুরে ঘুরে হতাশ প্রবাসী কর্মীরা। সর্বশেষ বিদেশগামীদের জন্য দুধাপে নিবন্ধন করার ঘোষণা দিলেও সার্ভার জটিলতায় প্রথম দিনেই থমকে গেছে উদ্যোগ।