Android স্মার্টফোনের Battery ব্যাকআপ বাড়ানোর সহজ 5 টোটকা, কাজে আসবেই...
এইসময় (ভারত)
প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ১৩:৫৯
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম Android। সময়ের সঙ্গে সঙ্গেই প্রত্যেক Android স্মার্টফোনের ব্যাটারি ব্যাক আপ কমতে থাকে। দিন দিন যত দ্রুতগতির প্রসেসর ও হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আসছে, ততই স্মার্টফোনে ব্যাটারির চাহিদা বাড়ছে। স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি এলেও, ব্যাটারি প্রযুক্তিতে কোনও যুগান্তকারী পরিবর্তন আসেনি। এখনও প্রায় সব স্মার্টফোনেই থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। আর সেই কারণে, এখনও স্মার্টফোন ব্যাটারি নিয়ে নিয়মিত অভিযোগ করেন অনেকেই। যদিও, কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে স্মার্টফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়ানো সম্ভব।