![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjghjhkll-20210702121918.jpg)
দুই সন্তানের মা হয়েও যেভাবে ফিট থাকছেন নায়িকা বর্ষা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ১২:১৯
দর্শক এখন স্লিম ফিগারে ফিট নায়িকাদের পর্দায় দেখতে চায়৷ সেই সময়ের স্রোতে তাল মেলাতে পিছিয়ে নেই ঢালিউডের নায়িকারা৷ জয়া আহসান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া থেকে শুরু করে প্রায় সব নায়িকাই নিজের সৌন্দর্য ধরে রেখেছেন ফিগার ঠিক রেখে।
সে তালিকায় অন্যতম একজন নায়িকা বর্ষাও৷ যিনি স্বাস্থ্য সচেতন একজন নায়িকা হিসেবে সমাদৃত ইন্ডাস্ট্রিতে৷ ক্যারিয়ারের শুরু থেকেই তাকে দেখা গেছে গ্ল্যামার আর সৌন্দর্যের আলো ছড়াতে৷
- ট্যাগ:
- বিনোদন
- ফিটনেস
- স্লিম থাকা
- বাংলাদেশি তারকা
- বর্ষা