ফেনীতে তিন নদীর বেড়িবাঁধে ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
টানা বর্ষণ ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ফলে পরশুরাম ও ফুলগাজির অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুহুরী নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়; দুপুরে বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।