![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F01%2Fnintchdbpict0004085854911.jpg%3Fitok%3DQYvubLJG)
ওজিলের সঙ্গে মিটমাট করতে চাইছেন জার্মানির বিদায়ী কোচ
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসুৎ ওজিলের অবসরের ঘটনায় তোলপাড় হয়ে যায় ফুটবল বিশ্বে। ২০১৮ সালের বিশ্বকাপের পর হুট করেই অবসরের ঘোষণা দেন ওজিল। মূলত জাতিবিদ্বেষী আচরণের শিকার হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন ওজিল।
ওজিলের ঘটনার পর কোচ জোয়াকিম লো-কে নিয়ে কথা হয়েছিল অনেক। এমনকি ওজিলের সঙ্গে তাঁর সম্পর্কও নষ্ট হয়ে যায়। প্রায় তিন বছর পর এসে ওজিলের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে আক্ষেপ হচ্ছে জোয়াকিমের। জার্মানিকে বিদায় বলে দেওয়া কোচ লো চাইছেন ওজিলের সঙ্গে সম্পর্ক মিটমাট করে নিতে।