তালেবান ঠেকাতে অস্ত্র হাতে তুলে নিচ্ছে সাধারণ আফগানরা
যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন নেটো জোটের সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যেতে থাকার মধ্যে সেখানে তালেবানের দৌরাত্ম বেড়ে যাওয়ায় তাদের অগ্রযাত্রা ঠেকাতে এবার হাতে অস্ত্র তুলে নিতে শুরু করেছে সাধারণ আফগানরাও।
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের উঁচু পাহাড়ের এক জায়গায় ছোট একটি তালেবান বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন ৫৫ বছর বয়সী দোস্ত মোহাম্মদ সালাঙ্গি। হাতে তার অস্ত্র, আর কণ্ঠে কবিতা। মুখে ঘন দাড়ি, মাথায় ঐতিহ্যবাহী টুপি পরা এই আফগান দেশে তালেবানের উত্থান ঠেকাতে বদ্ধপরিকর।