শিক্ষার্থীদের বাবা-মা সেজে উপবৃত্তির টাকা আত্মসাৎ!
কুড়িগ্রামের উলিপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য বরাদ্দের টাকা আত্মসাতের উদ্দেশ্যে উপবৃত্তির তালিকায় শিক্ষার্থীদের বাবা হিসেবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম ব্যবহারের অভিযোগ উঠেছে।
এছাড়াও উপবৃত্তির তালিকায় কয়েকজন শিক্ষার্থীর ভাই পরিচয়ে প্রধান শিক্ষকের ছেলের নাম এবং মায়ের নামের স্থলে প্রধান শিক্ষকের স্ত্রীর নাম ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতেই ক্ষান্ত হননি প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে তার দুই শ্যালকের নামও ব্যবহার করেছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় সুবিধা বঞ্চিত ও সংক্ষুদ্ধ এক অভিভাবক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।