![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/06/29/og/190518thumbnail_Keshabpur-2_29_06_21.jpg)
বসতঘরে ২০ সাপ!
যশোরের কেশবপুরের একটি ঘর থেকে ২০টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। উপজেলার হরিহর নদ তীরের মধ্যকুল গ্রামের ধর পাড়া ভ্যানচালক আলমগীর হোসেনের বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে সাপুড়ে ডেকে বড় গোখরো ধরার চেষ্টা করা হলেও নতুন করে কোনো সাপ পাওয়া যায়নি।