ঝিনাইদহে করোনা শনাক্তের হার ৬৮.৭৫ শতাংশ
ঝিনাইদহে আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা পজিটিভ এসেছে। আর শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ শতাংশে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৮ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ১ জন, শৈলকূপায় ২ জন ও মহেশপুর ১ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।