গণপরিবহন বন্ধ, পথে পথে ভোগান্তি, রিকশা-সিএনজির ভাড়া দ্বিগুণ-তিনগুণ
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে দেশজুড়ে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হয়েছে। তবে গণপরিবহণ বন্ধ রেখে চালু রাখা হয়েছে সরকারি-বেসরকারি অফিস। এতেই বিপত্তি ঘটেছে। সকাল থেকে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গাড়ি পাননি অফিসগামীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
সকাল ৭টার পর থেকে রাজধানীর সড়কগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। মোড়ে মোড়ে হাজার হাজার অফিসগামীদের নিরিহভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেককে উপায় না পেয়ে হেঁটে যেতে দেখা গেছে। এদিকে বাস না থাকার সুযোগটা কাজে লাগাচ্ছেন সিএনজিচালিত অটোরিকশা-উবার-মোটরসাইকেল চালকরা। স্বল্প দূরত্বে ভাড়া হাকাচ্ছেন দ্বিগুণ-তিনগুণ। বাধ্য হয়েই অনেক যাত্রী ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা দিয়ে গন্তব্যে যাচ্ছেন। তাও আবার এক সিএনজিতে চারজন বসে গাদাগাদি করে।