কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একাদশে ভর্তি কেন অনলাইনে নয়, উঠছে প্রশ্ন

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০৮:২৭

দ্বাদশ শ্রেণি পাশ করে কলেজে ভর্তি এখন অনলাইনেই হয়। গত কয়েক বছর ধরে পড়ুয়ারা ভর্তির ফর্ম পূরণ থেকে জমা দেওয়া, সবই করেছেন বাড়িতে বসে। তবে পড়ুয়ারা যে দিন প্রথম কলেজে ক্লাস করতে যান, সেই দিন তাঁর নথি ফের পরীক্ষা হয়। সেই মতো একাদশেও ভর্তি কেন অনলাইনে হবে না? প্রশ্ন তুলছেন অভিভাবক ও শিক্ষকদের একটি অংশ।


তাঁদের মতে, করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া অনলাইনেই হওয়া দরকার। কিছু স্কুল নিজেদের উদ্যোগে একাদশে ভর্তি অনলাইনে চালু করেছে। তবে বেশির ভাগ স্কুলেই সেই ব্যবস্থা এখনও চালু হয়নি। রাজ্য সরকারের তিন ধরনের স্কুল রয়েছে। সরকারি স্কুল, সরকার পোষিত স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। অধিকাংশ স্কুলই সরকার পোষিত স্কুল। তাদেরই কয়েকটিতে অনলাইনে একাদশে ভর্তি শুরু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও