You have reached your daily news limit

Please log in to continue


বিধানসভায় বসবেন বিরোধী বেঞ্চে, দলত্যাগ বিরোধী আইন এড়াতেই কী মুকুল-কৌশল

বাইরে তৃণমূলে যোগ দিলেও বিধানসভার ভিতরে বিরোধী আসনেই বসবেন মুকুল রায়। দল ছাড়ার কথা জানিয়ে বা নিজের আসন বদলের জন্য তিনি কোনও আবেদন জানাননি। ফলে, তাঁর জন্য বিরোধীদের বেঞ্চেই আসন বরাদ্দ থাকছে। দলত্যাগ-বিরোধী আইন এড়াতেই তিনি এই কৌশলী অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রথম বার বিধায়ক হিসেবে নির্বাচিত হলেও রাজনীতিতে মুকুল গুরুত্বপূর্ণ। সে কারণে বিধানসভার আসন্ন অধিবেশনে তাঁর আসন নিয়ে চর্চা ছিলই। পরে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় তা নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়। তৃণমূলের পরিষদীয় দলে মুকুলের আসন নিয়ে আলোচনাও শুরু হয়। কিন্তু দলে তিনি যতই গুরুত্বপূর্ণ হোন না কেন, সরকার পক্ষের দিকে আসন দেওয়া হলে তা মুকুলের বিরুদ্ধে বিরোধীদের তোলা দলত্যাগের অভিযোগকেই সমর্থন করবে। সে কথা বিবেচনা করেই মুকুল বিরোধী বেঞ্চে বসতে চলেছেন বলে জানা গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন