![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F1624797473009-lakshmipur-pi-20210627205647.jpg)
লক্ষ্মীপুরে মামলা তুলে নিতে বিধবাকে হত্যার হুমকি
লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলা তুলে নিতে দেলোয়ারা বেগম নামের এক বিধবাকে ফের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (২৭ জুন) বিকেলে সদর উপজেলা মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের ওই নারী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এছাড়াও প্রতি রাতে কলাপসিবল গেট ও জানালায় ইটপাটকেল ছুড়ে মারার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে