মুকুল রায়কে শুভেচ্ছা জানানোর হিড়িক, কৃ্ষ্ণনগরে দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব
কে আগে শুভেচ্ছা জানাবে, তা নিয়ে তুমুল হইচই। অস্বস্তিতে মুকুল রায়!
মাত্র দেড় মাসে বঙ্গ রাজনীতিতে বিপুল পরিবর্তন। গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনে লড়াকালীন মুকুল রায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শাসক দলের একাধিক নেতা। কিন্তু কৃষ্ণনগর উত্তরে জয় ছিনিয়ে এনেছিলেন এই হেভিওয়েট। এদিকে ভোটের ফলাফল ঘোষণার পরে শিবির বদল করে তৃণমূলেই প্রত্যাবর্তন করেন মুকুল রায়। দলে ফেরার পর রবিবার প্রথম নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে পা রাখেন এই নেতা। ভোটের সময় তিনি কৃষ্ণনগরের বেলডাঙায় যে বাড়িতে ভাড়া থাকতেন এদিন সেই বাড়িতেই পা রাখেন মুকুল।