কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ল র ব য হ

জাগো নিউজ ২৪ ড. হারুন রশীদ প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১৩:৫৯

: কী রে তোর খবর কী?
- এই তো চলছে…
: চলছে মানে?
- না মানে ল র ব য হ অবস্থা তাতে কীভাবে ডিউটি করি বুঝতে পারছি না।
: কস কী আমেরিকার মতো দেশকে নাকানি-চুবানি খাওয়ালাম। ট্রাম্পের মুখে মাস্ক পরালাম আর ব্যাটা বাইডেন তো মাস্ক খুলতেই চায় না।
- হ কমলা আপার মুখেও তো মাস্ক।
: তুই কী করছোস তাহলে?
- এদের মতিগতিই তো ঠিকমতো বুঝতে পারছি না।
- কী রকম?
: এরা আমারে নিয়া মস্করা করে। এখন পর্যন্ত যা করলো তাতে মান-ইজ্জত নিয়া চলা দায়।
- তোর আবার মান-ইজ্জত।
: হ তৃতীয় বিশ্বের করোনা হইলেও আমাদের তো একটা আত্মসম্মানবোধ আছে।
- তাই নাকি! তো মান-ইজ্জতের কী হলো?
: আর বইলেন না, মাস্ক কেলেঙ্কারি, রিজেন্ট শাহেদ-সাবরিনাদের নানা অপকীর্তির মধ্যেও নিজের ডিউটিটা ঠিকমতোই করতে ছিলাম।
: তো এখন অসুবিধা কীসে?
- সীমিত পরিসরের লকডাউন, সর্বাত্মক লকডাউনের পর এরা লকডাউন-শাটডাউন খেলা শুরু করছে।
: সেইটা আবার কী?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও