বেশিরভাগ প্রেম ছিলো অভিশপ্ত: সেলেনা গোমেজ
জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। অতীতে নিক জোনাস, ডিজে জেড, দ্য উইকেন্ড এবং জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই তারকা। এবার নিজের একান্ত ব্যক্তিজীবন ও প্রেমের সম্পর্ক নিয়ে সোজাসাপ্টা অভিমত জানিয়েছেন সেলেনা গোমেজ।
সম্প্রতি ভোগ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই তারকা বলেন, আমার ধারণা, যতো সম্পর্কে জড়িয়েছি, সেগুলোর বেশিরভাগই ছিল অভিশপ্ত। সম্পর্কে থাকা অবস্থায় আমার বয়স এতোই কম ছিলো যে, কিছু ব্যাপার ঠিকঠাক সামলে ওঠতে পারিনি।