প্রায় দ্বিগুণ দামে এলএনজি কিনছে সরকার
সরকার অতিরিক্ত দামে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। করোনা মহামারিতে বিশ্ববাজারে আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে এলএনজির দাম। তাই চাহিদা পূরণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে প্রায় দ্বিগুণ দাম দিয়ে এলএনজি কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (২৫ জুন) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে অনলাইনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।