সাইবার জগতে বেপরোয়াদের লাগাম টানতে হবে
শীতলযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যেসব বৈঠক হতো, সেসব বৈঠকে সাধারণত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং এ ধরনের অস্ত্র প্রযুক্তি হস্তান্তর ব্যবস্থাকে একটি নিয়মের মধ্যে নিয়ে আসা ইস্যুর ওপর জোর দেওয়া হতো। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এখনো সে ধরনের আলোচনা হয়ে থাকে। তবে সম্প্রতি জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠক হলো তাতে ভিন্ন একটি প্রযুক্তির পরিসর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। সেটি হলো সাইবারস্পেস।
এ বিষয়ে তাঁদের প্রতিটি পদক্ষেপই খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তা বোঝা শক্ত নয়, কারণ সাইবারস্পেস এবং ইন্টারনেট আধুনিক অর্থনীতি, সমাজ, রাজনৈতিক ব্যবস্থা, সামরিক কার্যক্রমসহ সব ক্ষেত্রের কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। বৃহৎ শক্তিগুলো এ সাইবারস্পেস নিয়ন্ত্রণের অভিলাষে মেতে আছে, কেননা এর মধ্য দিয়ে প্রতিপক্ষের বিভিন্ন খাতে সীমাহীন বিপর্যয় নামানো সম্ভব।