কসবার ভুয়ো করোনা টিকা-কাণ্ডে তৃণমূলের নেতারা জড়িত বলেন অভিযোগ করলেন, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার শিলিগুড়িকে তিনি বলেন, ‘‘এখন পিঠ বাঁচাতেই দেবাঞ্জন দেবকে চিনতে পারছেন না কেউ।’’
টিকা-কাণ্ডে ধৃত দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের অনেক নেতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অভিযোগ করে দিলীপ বলেন, ‘‘এমন ঘটনা আরও বড় আকারে চলছে রাজ্য জুড়ে। এখনও তাদের কেউ ধরা পড়েনি। শিলিগুড়িতে পুরনিগম টাকা নিচ্ছে বলে শুনেছি। ৩৫০ টাকা করে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে । কলকাতায় টিকা-কাণ্ডে ধৃতকে সরকার নিরাপত্তা দিয়েছে। সকলে চিনতেন। ফটোও আছে। ধরা পড়ে গেলে একটা তদন্ত কনিশন গড়ে দায় সারা হচ্ছে। নেতারা বলছেন, চিনি না। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নেতারা ওর (দেবাঞ্জন) থেকেই ফুল নিচ্ছেন। রাজ্য সিবিআই তদন্ত চাইছে না। কারণ তারা জড়িত।’’