অস্ট্রেলিয়ায় একসঙ্গে খেলতে দেখা যেতে পারে যুবরাজ, গেল, লারাকে
অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে খেলতে পারেন যুবরাজ সিংহ, ক্রিস গেল, এবি ডি ভিলিয়ার্স এবং ব্রায়ান লারা। মেলবোর্নের একটি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। এক সময় আন্তর্জাতিক ক্রিকেটে যাঁরা দাপট দেখিয়েছেন, তেমন বেশ কিছু ক্রিকেটারকে দলে চাইছে অস্ট্রেলিয়ার মুলগ্রেভ ক্রিকেট ক্লাব।