আগামী সপ্তাহ থেকে বিদেশগামীকর্মীদের টিকার নিবন্ধন শুরুর সম্ভাবনা
আগামী সপ্তাহের যেকোনো সময় থেকে কোডিড-১৯ ভ্যাকসিনের জন্যে বিদেশগামী প্রবাসীকর্মীদের নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এ বিষয়ে গতকাল সাংবাদিকদের বলেন, ‘বিএমইটিতে (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কর্মীদের নিবন্ধন ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ভ্যাকসিনের জন্যে নিবন্ধনের কাজ করা হতে পারে। আমরা এ বিষয়ে আশ্বাস পেয়েছি।’