You have reached your daily news limit

Please log in to continue


BJP-র 'বৈঠকখানায়' আড়ি বহিরাগতর!

দিব্যি চলছিল বৈঠক। চেনা ছন্দে। BJP নেতারা যে যাঁর বাড়িতে বসে কানে হেডফোন গুঁজে আলোচনা করছিলেন ভার্চুয়ালি। আচমকা ছন্দপতন! BJP নেতাদের গোপন বৈঠকে উঁকি মারে কারা! এঁরা তো কেউ দলের লোক নন। তবে কি গুপ্তচর?

রে-রে করে উঠলেন BJP নেতারা। 'রুদ্ধদ্বার ভার্চুয়াল' বৈঠকে যে বিরোধী শিবিরের কয়েকজন ঘাপটি মেরে বসে আছেন! তড়িঘড়ি ডাক পড়ল দলের আইটি সেলের নেতাদের। শেষমেশ তাঁদের তৎপরতায় BJP র ভার্চুয়াল 'বৈঠকখানা' বিরোধীমুক্ত হল। এর পরে নম-নম করে বৈঠক চললেও সন্দেহের কালো মেঘ ততক্ষণে ছেয়ে গিয়েছে BJP র অন্দরমহলে। দলীয় ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক দলের বাইরে বের হল কী ভাবে? তবে কী সর্ষের মধ্যেই ভূত? পার্টির কারা যুক্ত এর সঙ্গে? এখন এহেন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন BJP র শীর্ষ নেতৃত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন