![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F24%2Fctg-news-pic.jpg%3Fitok%3DgBLLjcbz)
চট্টগ্রামে বকেয়া পাওনার দাবিতে জুট মিল শ্রমিকদের অবরোধ
চট্টগ্রামে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে আমিন জুট মিলসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিলের গেটের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় শ্রমিকরা দাবি করেন, গত বছরের ৩০ মে সরকারি এক আদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া হয়। ফলে বেকার হয়ে যায় পাটকলের ৭০ হাজার শ্রমিক।